Main Reasons for Bad Breath
Main Reasons for Bad Breath


আামাদের অনেকটা রহস্যময়। আমাদের দেহ প্রায় কয়েক ট্রিলিয়ন বস্তু নিয়ে গঠিত (১ ট্রিলিয়ন=১০০ বিলিয়ন)। এই বস্তুগুলো অনেকটা তুলতুলে প্রকৃতির। আর এদের নাম করা হয়েছে 'কোষ' নামে। এরকম প্রত্যেকটি কোষের প্রান্তে অন্তত একটি ব্যাকটেরিয়া বা জীবানু থাকবেই। আর এগুলোর আকার আমরা খালি চোখে দেখতে পারবোনা। এদের দেখার জন্য খুব শক্তিশালী অনুবিক্ষন যন্ত্রের প্রয়োজন পরবে।

অন্যান্য প্রানীর মতো এসব জীবানুরও বেচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন পরে। আর এরা আমাদের কোষের বা শরীরের ঘাম এবং অন্যান্য বজ্র পদার্থ খেয়ে জীবন ধারন করে এবং মারা যায়। আর এর সঙ্গে তৈরি করে থাকে বিশ্রি দুর্গন্ধ। যা মনে হয় কারোরই সয্য হওয়ার কথা নয়।

তাহলে আপনি মনে করছেন এসব জীবানু বা ব্যাকটেরিয়াই আমাদের অসুস্থতার কারন, আসলে এ বিষয়টাও সঠিক নয়। কারন আমরা জন্মের সময়ে আমাদের মায়ের শরীর থেকে ব্যাকটেরিয়া পেয়ে থাকি। যেগুলোর বেশিরভাগ মারা যায় আর কিছ সংখ্যক আমাদের দেহে বছরের পর বছর বেঁচে থাকে। আর এমন কিছু ব্যাকটেরিয়া আছে যগুলোর ফলে আমরা কিছু জটিল রোগ থেকে রক্ষা পাই এবং কিছু থেকে ব্যাকটেরিয়া থেকে ঔষধও তৈরি হয়ে থাকে। তবে কিছু সংখ্যক ব্যাকটেরিয়া আমাদের ক্ষতি করে থাকে।

আমাদের প্রত্যেকের হাতের ছাপ যেমন আলাদা ঠিক তেমনি প্রত্যেক ব্যাকটেরিয়ারও অনুজীব ভিন্ন হয়ে থাকে। এধরনের অসংখ্য প্রজাতির ব্যাকটেরিয়া থাকলেও প্রায় ৪টি ব্যাকটেরিয়া প্রধান।

অ্যাকটিনোমাইকোসিস ভিসকোসাস

এই জীবানু বা ব্যাকটেরিয়ার কারনে মুখের ভিতর হলুদ রঙ্গের থকথকে প্যাক জমা হয়। এর সাথে সাথে দাতে দুর্গন্ধও হয়। আর দন্ত চিকিৎসক আসলে এসব ব্যাকটেরিয়াই পরিষ্কার করে থাকে।

ইকোলাই

এই অনুজীব গুলো বেশিরভাগ বাস করে নাড়িভুড়ির মাঝে। ই কোলাই ব্যাকটেরিয়ার উপকারি গুলো আমাদের কিছু প্রয়োজনীয় ভিটামিন তৈরি করে আর এর ক্ষতিকর গুলোর জন্য আমাদের সারাদিন বমি ও হতে পারে।

মিথেনোজেনস

সারা বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষের নারিভুরিতেই এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। এরা প্রানীর দেহে মিথেন গ্যাস তৈরির কাজ করে থাকে। আর এই গ্যাস যখন বাইরে বেরোয় তখন দুর্গন্ধ সৃষ্টি করে।

ব্রেভিব্যাকটেরিয়াম লিলেনস

এই ব্যাকটেরিয়াটি অবশ্য মুখের দুর্গন্ধ হওয়ার কারন নয়। তবে এটি ঘামের সাথে সাথে দুর্গন্ধও তৈরি করে। আর এজন্যই আমাদের জুতা বা মোজা খোলার সাথে সাথেই দুর্গন্ধ লাগে।


আসা করি আপনি বুঋতে পারলেন কিভাবে মুখের দুর্গন্ধ হয়। আর অবশ্যই চাইবেন না আপনার সঙ্গে এটা ঘটুক কারন এটা যেমন লজ্জাজনক তেমনি বিরক্তিকর একটা বিষয়।


আপনি যদি এর থেকে পরিত্রাণ পেতে চান তাহলে 'মুখের দুর্গন্ধ দুর করার উপায়' পোস্ট টি পরে আসুন।