Fiverr:
ফাইভার হলো খুব দ্রুত জনপ্রিয় হওয়া একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস, যেখানে ফ্রিল্যান্সাররা সাধারনত সেলার বা বিক্রেতা হিসেবে পরিচিত। তাদের কর্মপরিধি ও দক্ষতা সাপেক্ষে বায়ারদের জন্য উপযোগী সার্ভিসের বিভিন্ন প্যাকেজ হিসেবে পসরা সাজিয়ে রাখে। এরকম একাধিক প্যাকেজকে বা সার্ভিস গুলোকে গিগ(Gig) বলা হয়। যার মূল্য ধরা হয় প্রায় ৫ ডলার থেকে শুরু করে ৫০০ ডলার পর্যন্ত। প্রতি ৫ ডলার ইনকাম থেকে ভাইভার ১ ডলার নিজেই নিয়ে থাকে। অর্থাৎ যেকোনো পরিমান সেলের ২০% কাটা গিয়ে ৮০% রিভিনিউ সেলারের অ্যাকাউন্টে জমা হয়। যাহোক, বর্তমানে ফাইভার বিভিন্ন সার্ভিসের উপর ৩০ লক্ষেরও অধিক গিগ অফার রয়েছে। Shai Wininger এবং Micha Kuafman কতৃক ফাইভার প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে, যার হেডকোয়ার্টার্স ইসরাইলের তেল-আবিব এ অবস্থিত।
ফাইভার এর কিছু বৈশিষ্ট্যঃ
অন্যান্য ফ্রিল্যানসিং মার্কেটপ্লেস থেকে ফাইভার নানা গুরুত্বপূর্ণ দিক দিয়ে আলাদা এবং খুবই Freelancer-friendly। প্রথমত, অন্যান্য মার্কেটপ্লেসে যেমন কাজ শুরু করার জন্য অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে প্রফাইল ও পোর্টফোলিও সাজানোর প্রক্রিয়াটি তুলনামূলক জটিল ও সময় সাপেক্ষ, সেখানে ফাইভারে একাউন্ট তৈরি করে মোটামুটি কিছু ব্যাসিক অ্যাকাউন্ট সেটিং করে নিয়েই কাজ শুরু করা যায়। দ্বিতীয়ত, প্রায় সকল ফ্রিল্যান্স মার্কেটপ্লেসেই ক্লায়েন্টরা তাদের নিজেদের কাজের প্রয়োজনীয় সার্ভিসটি প্রজেক্ট আকারে পোস্ট করে থাকেন এবং ফ্রিল্যান্সাররা কাজটি পাওয়ার জন্য একটু সুবিবেচিত বিডিং, অভিঙ্গতা স্বরুপ সমজাতীয় কিছু নমুনা এবং কাজের লিংকসহ একটি আবেদনপত্র ক্লায়েন্ট বরাবর সাবমিট করে থাকেন। সেক্ষেত্রে শত থেকে শুরু করে হাজারেরও অধিক ফ্রিল্যান্সার আবেদন করে থাকেন। আর ক্লায়েন্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষন করে পছন্দমতো কিছু আবেদন কারির ইন্টারভিউ নিয়ে এদের মধ্যে একজনকেই ঐ নির্দিষ্ট প্রজেক্টটি দিয়ে থাকেন। সেজন্য ঐসব মার্কেটপ্লেসে কাজ পাওয়া তুলনামুলক বেশি প্রতিযোগিতার হয়ে থাকে। অন্যদিকে, ফাইভার এর ক্ষেত্রে ফ্রিল্যান্স প্রফেশনালরা নিজেরাই কোনো বিষয়ে তাদের দক্ষতাকে নির্দিষ্ট মূল্যের ছোট ছোট গিগ আকারে সাজিয়ে ক্লায়েন্টের কাছে উপস্থিত করেন এবং ক্লায়েন্ট তার প্রয়োজনীয় গিগটি অর্ডার করেন। তৃতীয়ত, অন্যান্য মার্কেটপ্লেসে একটি প্রজেক্ট শেষ হওয়ার পর তার আর কোনো কার্যকারিতা থাকে না, কিন্তু ফাইভারে একটা গিগ একই এবং ভিন্ন ক্লায়েন্টের কাছে একাধিকবার বিক্রি হয়ে থাকে। অনেক সময় হাজার হাজার বার বিক্রি হতে দেখা যায়। পাশাপাশি Additional ফিচার সম্বলিত এসব Gig এক্সটেন্ডেড গিগ- ভার্সনগুলো ক্লায়েন্টের কাছে অফার করে ফ্রিল্যান্সারা প্রচুর আপসেলিং করে থাকে। সর্বোপরি, সাধারনত মার্কেটপ্লেসগুলোতে কোনো প্রজেক্টে কাজ করতে হলে ঐ প্রজেক্টের রিকোয়ারমেন্টের পাশাপাশি প্রাসঙ্গিক অন্যান্য বিষয়েও গভীর ধারনা ও জ্ঞান থাকা অনেক ক্ষেত্রেই বাধ্যতামুলক; কিন্তু ফাইভার ই সম্ভবত একমাত্র মার্কেটপ্লেস, যেখানে নূন্যতম মাত্র ৫ ডলার মুল্যের কাজ জানা আছে এমন যে-কেউ ঐ মূল্যের একটি গিগ তৈরি করে বায়ারদের কাছে কাজ অফার করতে পারেন।
আজ এ পর্যন্তই। আগামি পোস্টে জানাবো কাজের ধরন এবং কিভাবে একাউন্ট খুলবেন?
ততোক্ষন পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
Thanks for Reading....
0 Comments