আপনি যদি মন স্থির করে থাকেন যে একজন ভালো মানের বা একজন Fullstack ওয়েব ডেভেলপার হবেন তাহলে টিউটোরিয়ালটা আপনার জন্য।
অনেকের মনে প্রশ্ন থেকে যায় যে যদি আমি একজন ওয়েব ডেভেলপার হই বা হতে চাই তাহলে আমাকে কি কি শিখতে হবে?
আমি বলবো কিছু নির্দিষ্ট বিষয়ের পাশাপাশি কিছু অতিরিক্ত ও শিখতে হবে তাহলে আপনি ভলো স্কিল ডেভেলপ করতে পারবেন। ওয়েব ডেভেলপ বা Development এ দুই ধরনের কাজ রয়েছে। একটা Front-end আর একটা Back-end. একজন সম্পুর্ন ওয়েব ডেভেলপার হতে হলে দুইটাই শিখতে হবে। প্রথমে Frontend দিয়ে শুরু করতে পারেন। এজন্য HTML দিয়ে শেখা শুরু করতে হবে। আপনি এ বিষয়ে টিউটোরিয়াল খুব তারাতারিই এখানে পেয়ে যাবেন। যাইহোক, HTML শেখার পর আপনাকে CSS শিখতে হবে। HTML এর চেয়ে CSS একটু কঠিন। তবে কোনো চিন্তা করবেন না আমি এখানে এই বিষয়ে খুব সহজ ভাবে টিউটোরিয়াল তৈরি করবো। CSS শেখা শেষ হলে আপনাকে একটা Scripting language শিখতে হবে যেমনঃ JavaScript. এরকম কোনো একটা শিখলেই হবে। Front end শিখতে হলে এই বিষয় গুলোর একটিও বাদ দেয়া যাবেনা। আপনাকে ডিজাইনের বিষয়টিও খেয়াল রাখতে হবে। কারন, একজন ফ্রন্টেন্ড ডেভেলপারকে ডিজাইনের কাজও করতে হয়। এজন আপনাকে সাধারনভাবে Photoshop এর Basics বিষয় গুলো জানতে হবে। ফ্রন্টেন্ড এর বিষয়ে এগুলোই যথেষ্ট।
এবার প্রশ্ন হলো, Backend এর ক্ষেত্রে কি কি শিখবো?
আপনাকে ফ্রন্টেন্ড এর বিষয়ে ভালো জ্ঞান রাখতে হবে। Backend এ PHP দিয়ে শুরু করাটা অনেক ভালো। এর পাশাপাশি একটা Scripting language এর Framwork শিখতে হবে। Computer Command line বিষয়ে ভালো জানতে হবে। তার সঙ্গে Laravel শিখতে হবে। API বাদ দেয়া যাবেনা, কারন বেকেন্ডে এটার খুব ভালো প্রয়োজন পরে। আপনি যদি একজন পরিপূর্ন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে Web Architecture ভালোভাবে বুঝতে হবে। Git Hub শিখলেও খুব কাজে দিবে।
আপনার মনে হয়তো আর কোনো প্রশ্ন নেই। আমি Suggest করবো এগুলোর পাশাপাশি Wordpress শিখুন। কারন বর্তমান মার্কেটপ্লেসের বেশিরভাগ কাজেই Wordpress এর ভালো চাহিদা রয়েছে। এখন তাহলে জানতে পারলেন আপনি যদি সাধারন বা একজন ভালোমানের সম্পুর্ন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনাকে কি কি জানতে হবে। আমি বলছি না যে এগুলোই শেষ, কারন আপনাকে আরো অনেক কিছু শিখতে হবে। আপনি যখন শুরু করবেন তখনি বুঝতে পারবেন আপনার কি কি দরকার।
আপনি আর বেশি কিছু না ভেবে তাহলে আজ থেকেই শুরু করে দিন আপনার Web Developing ক্যারিয়ার। কারন এই কাজে ব্যর্থতা বলতে কোনো শব্দ নেই।
আমি সামনের দিকে চেষ্টা করবো Frontend বিষয়ে টিউটোরিয়াল তৈরি করার। কারন আপনি সাধারন ভাবে ফ্রন্টেন্ড ডেভেলপিং শিখেও মার্কেটপ্লেসে ভালো কাজ পাবেন। আজ তাহলে এপর্যন্তই, আগামী Web Developing টিউটোরিয়াল এ আবার আসবো।
Thanks for Reading....
0 Comments