HTML কি? এবং কেন শিখবো?

HTML কে মার্কআপ (Mark-up) language বলা হয়। কারন HTML অর্থ Hiper Text Mark-up Language. একজন Web Programmer বা যে ওয়েবসাইট তৈরু করে থাকে তাদের প্রথম বিষয়টিই হলো HTML. কারন HTML হলো একটা ওয়েবসাইট এর কাঠামো। প্রোগ্রামারগন এই HTML এর ফরমেট ব্যাবহার করেই ওয়েবসাইট এর গঠন তৈরি করেন। এজন্যই HTML কে ওয়েবসাইট এর কঙ্কাল বলা হয়ে থাকে। CERN নামের একটি প্রতিষ্ঠান যা জেনেভায় অবস্থিত সেখানে কাজ করার সময় টিম বার্নার লি (Tim Berners-Lee) নামের একজন প্রোগ্রামার HTML আবিষ্কার করেন। ১৯৯০ সালকেই এইচটিএমএল এর আবিষ্কারের সময় বলা হয়।

যেকোনো ধরনের টেক্স এডিটর (Text Editor) ব্যবহার করেই HTML ফাইল তৈরি করা যায়। এই ধরনের ফাইল গুলোকে ASCII নামেও ডাকা হয়। কারন এগুলোর শুধু extention এ .html বা .htm লিখলেই সেটা এইচটিএমএল ফাইল হয়ে যায়।

উইন্ডোস (Windows) operating system বা সব ধরনের অপারেটিং সিস্টেম এ সাধারন টেক্স এডিটর ব্যবহার করে html ফাইল তৈরি করা যায়।

HTML এর সুবিধা সমূহঃ

এইচটিএমএল ব্যবহার করায় অনেক সুবিধা পাওয়া যায়।

  • ​ওয়েবসাইট এর টেম্প্লেট এইচটিএমএল দ্বারা তৈরি করা যায়।
  • ওয়েবসাইট এ ব্যবহৃত সবধরনের ফর্ম তৈরি করা যায়।
  • এর নতুন ভার্সন এ থার্ট পার্টির সাহায্য ছাড়াই ভিডিও-অডিও যুক্ত করা যায়।
  • এর ক্যানভাস নামক সিস্টেমের মাধ্যমে 2D ছবি বা ড্রয়িং তৈরু করা যায়।
  • জিওলোকেশান সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারিরা তাদের অবস্থান জানতে পারে।
  • প্লাগইন এর মতো এর নির্দিষ্ট ড্রাগ এন্ড ড্রোপ সিস্টেমের মাধ্যমে এর উপাদান গুলোকে এক জায়গা থেকে অন্য যায়গায় সরানো যায়।

এরকম আরো অনেক সিস্টেম আছে যার কারনে এইচটিএমএল অনেক বিখ্যাত।

HTML Versions:

বর্তমানে এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন হলো HTML-5। প্রচলিত একটি ভার্সন রয়েছে তা হলো XHTML। যার অর্থ Extensible Hyper Text Mark-up Language. HTML-5 মুলতঃ XHTML এর সব নিয়ম মেনে চলে। তাই HTML-5 শিখলেই XHTML শেখা হয়ে যায়। W3C বা World Wide Web Consortium নামের প্রতিষ্ঠান টি HTML তৈরি এবং এর সবধরনের নিয়ন্ত্রিত সিস্টেম ম্যানেজমেন্ট করে থাকে।

Basics Concept of HTML:

এইচটিএমএল এ সাধারনত দুইটা অংশ থাকে।

  • ​হেড (Head) অংশ এবং
  • বডি (Body) অংশ।

হেড অংশে টাইটেল বা শিরনাম থেকে শুরু করে প্রয়োজনীয় কিওয়ার্ড এবং ওয়েব পেজের তথ্য সম্বলিত সব কিছু থাকে। আর বডি অংশে শুধুমাত্র এর গঠন মুলক এবং ফর্মেট তৈরির কোড সমুহ লেখা থাকে।

বর্তমান সময়ে এইচটিএমএল আসলেই অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। কারন একটা ওয়েবসাইটের কাঠামোই হলো এইচটিএমএল। আর এজন্যই ওয়েবসাইট ডিজাইন বা প্রোগ্রাম শেখার জন্য প্রথমেই HTML খুব ভালোভাবে বুঝতে এবং শিখতে হবে।

এ পর্বে এইচটিএমএল এর সাধারন ধারনাই দেয়া হলো। আগামি টিউটোরিয়াল এ থাকবে এর উপাদান, এট্রিবিউট এবং সাধারন সিনটেক্স নিয়ে আলোচনা করা হবে।

আপনি যদি এখনো সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই Subscribe করবেন যাতে আপনি সবার আগে টিউটোরিয়াল টি পান।

 Thanks For Reading