একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তোলার অনেক Category বা Sector আপনি মার্কেটপ্লেস গুলোতে পেয়ে যাবেন। কিন্ত কোথায় থেকে শিখবেন তার সঠিক নির্দেশনা পাওয়াটা খুবই কষ্টকর। আশা করি এর পর থেকে আর কষ্টকর হবেনা। কারন এখান থেকেই আপনি সঠিক ধারনাটা পাবেন যে, কোথায় থেকে শিখলে আপনি একজন ভালোমানের Web designer বা programmer হতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আমি Recommend বা উপদেশ বা মতামত দিবো W3school এর জন্য। কারন এ যুগের সবচেয়ে জনপ্রিয় এবং Fullfil Web tutorail এর কথা জানতে চান তাহলে w3school সবার উপরে থাকবে।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে টিউটোরিয়াল পড়ে কেন শিখবো?
এর কারন অনেক রয়েছে তবে একটি বিশেষ কারন হলো, অনলাইন এর ওয়েবসাইট টিউটোরিয়ালে তেমন কোনো বিষয় বাদ যায়না যেটা আপনার জানা খুবই প্রয়োজন। অর্থাৎ কোনো মূল্যবান বিষয় টিউটোরিয়াল এ বাদ পরে না। আপনি চাইলে ইউটিউব দেখেও শিখতে পারেন। তবে ভিডিও তৈরির সময় যেকোনো কিছু বাদ যেতে পারে যেটা ভিডিও টিউটোর এর সবসময় মনে থাকবে না। কিন্তু আপনি যদি ওয়েবসাইট এর কথা বলেন তাহলে বলবো যারা টিউটোরিয়াল গুলো তৈরি করে তারা কিছু বাদ দিলে পরে সেইটা Update করতে পারবে। কিন্তু Youtuber সেটা সহজেই পাবেনা।
তাহলে বিষয় টি পরিষ্কার যে ভিডিওর চেয়ে ওয়েবসাইটের টিউটোরিয়াল পড়ে শেখা অনেক ভালো।
এবার আসি কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে না শিখে আপনি কেনো ওয়েবসাইট পড়ে পড়ে শিখবেন?
এই প্রশ্নের কয়েকটি উত্তর রয়েছে। প্রথমত, আপনি যদি কোনো ইন্সটিটিউট থেকে শিখতে চান তাহলে আপনার সময় এবং টাকা দুইটাই ব্যায় হবে। আপনি সেখানে যেটা শিখবেন সেটা চাইলেই আর কখনো রিপ্লাই হিসেবে তথ্য গুলো নিজের কাছে থাকবে না। আর ইন্সটিটিউট গুলোতে যারা শেখায় তারা আসলেই অনেক ভালো Teacher তবে তারা কখনো চাইবেনা যে আপনি তাদের কাছ থেকে শিখে নিজেই একটি ইনস্টিটিউট তৈরি করে তাদের ব্যবসায় লাল বাতি জ্বালান। অর্থাৎ তারা আপনাকে Fullfill ভাবে শিখাবে না। এগুলো ছাড়াও আরো অনেক কারন রয়েছে যার থেকে আমি বলতে পারি যে, কোথাও থেকে কোর্স করার চাইতে ওয়েবাসাইটের টিউটোরিয়াল দেখে শেখা অনেক ভালো।
তাহলে এখন পরিষ্কার যে সবকিছুর চেয়ে ওয়েবসাইটের টিউটোরিয়াল অনেক ভালো। এছাড়া আপনি বই পড়েও শিখতে পারেন তবে যখন আপনার কাছে বই থাকবে আপনি অলসতা করেই আর শিখতে চাইবেন না।
এবার আসি, কোন ওয়েবসাইট থেকে শিখবো?
আপনাকে অবশ্যই Google.com কে নিজের বন্ধু বানাতে হবে। কারন এমন কোনো বিষয় নেই যেটা সম্পর্কে গুগল বলতে পারবেনা। সারা পৃথিবী আপনি নিজের হাতের মুঠোয় পাবেন গুগলের মাধ্যমে। আপনি গুগলে যেকোনো বিষয়ে যেকোনো সময়ে শিখতে পারেন। এবার তাহলে Web design বিষয়ে সার্চ করে দেখুন।
যদি আপনি সার্চ করে থাকেন তাহলে দেখতে পারবেন W3schools সবার প্রথমে রয়েছে। কারন এখানে Web Designer হতে হলে যা যা প্রয়োজন সবকিছু পাবেন। W3schools এর বিকল্প হিসেবে আমি একটা ওয়েবসাইট এর নাম বলছি তাহলো, Tizag.com এটাও একটা জনপ্রিয় সাইট যেখানে Web design এর প্রায় সকল বিষয় রয়েছে। তবুও আমি বলবো W3schools থেকেই শিখুন। কারন এখানে সহজ এবং খুব সাবলিল ও ক্রম অনুসারে টিউটোরিয়াল গুলো সাজানো রয়েছে। আর Tizag তার তুলনায় এতটা নয়। তবে এখানে অনেক বেশি তথ্য থাকলেও এতটা সহজবোধ্য নয়।
তাহলে এখন বিষয়টা পরিষ্কার। আমি এখানেও Web design বা programme বিষয়ে টিউটোরিয়াল পোস্ট করবো যার বেশিরভাগটাই w3school কে অনুসরন করে।
যাইহোক, আজ এ পর্যন্তই। আগামি পোস্টে আরো বিস্তারিত আলোচনা করবো ওয়েব ডিজাইন নিয়ে।
0 Comments