ইন্টারনেট হলো আউটসোর্সিং এর কাজ দেয়া নেয়ার একটি জনপ্রিয় মাধ্যম। যা কিছু মার্কেটপ্লেস এর মাধ্যমে সম্পন্ন হয়। যারা ফ্রিল্যান্সিং এ কাজ করেন বা মুক্তেপেশাজীবী তারা এরকম কিছু জনপ্রিয় মার্কেটপ্লেসে কাজ করে থাকেন। কিছু কৌশল জানা থাকলে আরো তারাতারি এবং ভালোমানের কাজ পাওয়া যায়।

এবার এরকম কিছু টিপ্স বা কৌশল সম্পর্কে জানবো। যাতে করে আপনার জন্য মার্কেটপ্লেসে কাজ পাওয়া খুব সহজ হয়। Let's Do It.....

  • ​কেউ কেউ আছে যারা চার-পাচঁটা কাজের জন্য আবেদন করেও কাজ পাননি। আবার এমন কেউ আছেন যারা একশত টি কাজের আবেদন করেও পাননা। এটা অনেকটা নির্ভর করে আপনি কত টাকায় বা ডলারে কাজটি করবেন বলে আবেদন করেছেন। এজন্য সবচেয়ে কম বা সবচেয়ে বেশি টাকায় আবেদন করবেন না। মাঝামাঝি একটা পজিশনে থাকার চেষ্টা করুন। এভাবেই ভালোমানের ফ্রিল্যান্সাররা কাজ পেয়ে থাকেন।
  • যেসব বায়ারদের পেমেন্ট মেথড ভেরিফাইড না তাদের কাজে আবেদন না করাটাই বিদ্ধিমানের কাজ। কারন কাউকে ভারা করতে হলে আগে পেমেন্ট মেথড ভেরিফাইড থাকতে হবে।
  • কোনো একটা কাজ এর বিঙ্গপ্তি দেওয়ার পর যতোটা তারাতারি সম্ভব আগে ভালোমতো আবেদন করবেন। আবেদন কারার সয় কভার লেটার বা সিভি এমন ভাবে লিখবেন যাতে বায়ার বিঝতে পারে আপনি কাজটির বর্ননা পরেছেন এবং সহজেই যত্ন সহকারে কাজটি করে দিতে পারবেন।
  • আপনি যতটা সময় মার্কেটপ্লেসে একটিভ থাকবেন ততোটা তারা তারি কাজ পাওয়ার সম্ভবনা রয়েছে। কারন এমন কিছু কাজ আছে যেগুলো বিঙ্গপ্তি দেয়ার ১-২ ঘন্টার মাঝে করে দিতে হয়। যেমনঃ ফেসবুকে ভোট দেয়া বা অন্য কোনো সাইটে ভোট দেয়া বা সংগ্রহ করা অথবা হঠাৎ কোনো ওয়োবসাইটে সমস্যা হয়েছে তা ঠিক করে দেয়া। এজন্যই শুরুর দিকে বেশি বেশি সময় অনলাইন মার্কেটপ্লেসে যুক্ত থাকতে হবে। আপনাকে কোনো মেসেজ পাঠালে তাহলে খুব তারাতারিই রিপ্লাই করতে পারবেন। তাহলে বায়ার আপনার প্রতি সহনশীলতা হবে এবং বুঝতে পারেবে আপনি কাজের প্রতি খুবই একটিভ।
  • অনলাইন মার্কেটপ্লেসে দেখবেন, প্রতি মিনিটে নতুন নতুন কাজ দেয়া হচ্ছে। সেগুলোতে তারাতারি আবেদন করুন। যেসব কাজে কোনো কনট্রাকটর এর ইন্টারভিউ নেয়া হয়েছে সেগুলোতে আবেদন করে সময় নষ্ট না করাই ভালো।
  • যেসব কাজে সর্ত দেয়া হয়েছে, আর সেগুলি যদি আপনি পূরন করতে না পারেন তাহলে আর সেখানে সময় নষ্ট করবেন না। যেমনঃ নির্দিষ্ট কোনো যায়গায় একটিভ থাকতে বলা বা কোনো ভালো রেংকে থাকতে বলা এরকম কিছু।
  • আর যারা oDesk এ দুই থেকে তিনটা কাজ করেছেন, এখন বেশি ডলারে কাজের দাম ধরে আছেন, তারা যেকাজে আবেদন করবেন, তারনিচে দেখুন বায়ার আগের কাজ গুলোর রেট কেমন দিয়েছিলো। সেই অনুযায়ী আপনি কন্ট্রাক্টর এর বাজেট দেখে নিজের কাজের বাজেট ঠিক করুন। আর সেই অনুযায়ীই কাজের রেট বারালে কোনো সমস্যা হবে না।

এখন হয়তো আর কোনো প্রশ্ন থাকলো না। যদিও তবু কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। চেষ্টা করবো সমাধান করার।

এখন তাহলে আপনি নিঃসনদেহে খুব তারাতারি কাজ পাবেন। আর দেরি না করে শুরু করুন।

"চিন্তা আপনার তবে উপকার করুন অন্যজনের"