ফ্রিল্যান্সিংঃ

বর্তমান সময়ে তরুনদের কাছে সবচাইতে আলোচিত একটি শব্দ হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর অর্থ হলো স্বাধীন বা মুক্ত পেশা। অন্যভাবে বলা যায়, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান এর অধীনে না থেকে স্বাধীন ভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। এ ধরনের পেশাজীবীকে বলা হয় ফ্রিল্যান্সার বা স্বাধীন পেশাজীবী। চাকুরীজীবিদের মতো এরা বেতনভুক্ত নয়। কাজ ও চুক্তির উপর নির্ভর করে আয়ের পরিমান কম বা অনেক বেশি হতে পারে, তবে স্বাধীনতা আছে, ইচ্ছামতো ইনকামের সুযোগও আছে। এজন্য স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা। আধুনিক যুগে বেশির ভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্তপেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তা আপেক্ষিক। ইন্টারনেট ভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি বিদেশী হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে, যার কারনে বর্তমানে ছাত্রছাত্রি এবং অনেক চাকুরিজীবি এই পেশায় আসছেন।

বর্তমানে আউটসোর্সিং হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের তৃতীয় ক্ষেত্র। ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টিবিলিয়ন ডলারের একটা বিশাল বাজার।

ফ্রিল্যান্সিং এর কিছু নিয়মঃ

  • ​যেকোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে। বাংলাদেশে আউটসোর্সিং কোচিং সেন্টার আছে। সেখান থেকে এস বিষয়ে শেখা যায়। তছাড়াও নিজে নিজে হাতেকলমে চেষ্টা করাটা খুব জরুরি। ভিডিও টিউটোরিয়াল দেখেও অভিঙ্গ হওয়া যায়।
  • ​আপনি যে বিষয়ে এক্সপার্ট হয়েছেন, সে বিষয় নিয়ে দুই একটা কাজ করে রাখতে হবে। যেমনঃ আপনি যদি লেখালেখির বিষয়ে ভালো হন, তাহলে একটা ভালো মানের আর্টিকেল লিখে প্রোফাইলে যুক্ত করে রাখতে পারেন।
  • ​তাছাড়াও একটি সুযোগ হলো, oDesk বা freelancer নামের জনপ্রিয় মার্কেটপ্লেস গুলোতে স্কিল টেস্ট এর পরিক্ষা দেয়া যায়। যা আপনার প্রোফাইলের জন্য খুবই কাজের।
  • ​ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ছাড়াও বিভিন্ন সোশাল মিডিয়ায় বা বিভিন্ন ধরনের নিজের তৈরি ব্লোগ বা ফোরামে আপনার প্রফাইলটি শেয়ার করতে পারেন তাহলে হয়তো আরো ভালো জনপ্রিয় হতে পারে।

আজ জানতে পারলেন ফ্রিল্যানসিং বিষয়ে কিছু নতুন ধারনা সম্পর্কে। আগামি পোস্টে জানাবো কি কি টিপ্স অনুসরন করলে আপনি ভালো মানের একজন ফ্রিল্যানসার হতে পারবেন। এজন্য আমার ব্লোগের একজন হয়ে সদস্য থাকতে পারেন অথবা সাবস্ক্রাইব করুন।

Thanks for Reading....