How to do Affiliate Marketing?
How to do Affiliate Marketing?


আপনি হয়তো আগে কখনো  Affiliate Marketing সম্পর্কে শুনেছেন অথবা এ বিষয়ে অনেক সন্ধান করার পর এখানে এসেছেন।

আপনি যেটাই শিখুন না কেন, আমি Guarantee দিচ্ছি আজ নতুন কিছু শিখবেন।

All The Best.....👍👍👍👍👍


তো শুরুতেই আশা করছি আপনি অনেক ভালো আছেন। আর আপনার মন ভালো করা আমার দায়িত্ব।


'Affiliate' শব্দটির অর্থ কি?

অনেকেই হয়তো 'Affiliate' শব্দটি শুনেছেন কিন্তু বুঝতে পারেন নি আর নিজেকে প্রশ্ন করেছেন যে এটা আবার কি?

যাইহোক, Affiliate অর্থ হলো- শাখা, শাখায় অন্তর্ভুক্ত করা বা হওয়া। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে কোনোভাবে শাখা হিসেবে যুক্ত হওয়াকে Affiliates বলা হয়। আর এর মাধ্যমে আয় করাকে Affiliates Marketing বলা হয়। আর যে Affiliates Marketing করে তাকে Affiliates Marketer বলা হয়।


কিভাবে Affiliates Marketing করতে হয়?

জেনে গেছেন  Affiliates শব্দটি সম্পর্কে। এবার বলবো কিভাবে Marketing  করবেন।

কোনো Commercial বা Uncommercial Company র হয়ে তাদের ব্যাবসায় সাহায্য করা, হোক সেটা Products Selling বা অন্য কোনো ভাবে তাদের Business এর অন্তর্ভুক্ত হিসেবে কাজ করাকে Affiliates Marketing বলা হয়। এক্ষেত্রে আপনি তাদের Product Sell করে দেবেন বা প্রচার করে দেবেন।


এর থেকে আপনার কিভাবে আয় হবে বা কিভাবে ইনকাম করবেন?

জানতে পারলেন Affiliates সম্পর্কে সবকিছু। এবার আসি এর থেকে যেভাবে ইনকাম করবেন।

 Affiliates Marketer হয়ে কোনো Company র সঙ্গে যুক্ত হলে তাদের প্রডাক্ট বিক্রি করে দিতে হবে। এখন আপনি তাদের যে প্রডাক্ট বিক্রি করে দিলেন এতে তাদের প্রতিষ্ঠানের যেমন প্রচার হবে তেমনি তাদের ইনকামও বেড়ে যাবে। এজন্য তারা খুশি হয়ে আপনাকে কিছু উপহার Commission হিসেবে দেবে এটাই আপনার ইনকাম। এরকম কিছু Rights প্রত্যেক Commercial Company র থাকে। যেমনঃ Amazon, Alibaba, BD Shop, Bagdoom এরকম আরো অনেক Company র হয়ে আপনি Affiliates Marketing করতে পারেন।


আাপনি যদি যেকোনো দেশ থেকে Affiliates Marketing করতে চান তাহলে আমার Recommend থাকবে Amazon Affiliates Marketing করার জন্য।


কিভাবে Amazon Affiliates Marketing করবেন?

Amazon এর হয়ে কাজ করতে হলে আপনাকে প্রথমে একটি Amazon Account থাকতে হবে। আর এজন্য আপনার একটি Gmail থাকতে হবে।

নিচে কয়েকটি ধাপে Affiliates account খোলার পদ্ধতি দিলাম যা যেকেউ অনুসরন করতে পারেনঃ

  • ​প্রথমে Amazon Official Site এ log in/Sign in করুন। (account না থাকলে ফ্রিতেই Sign up করতে পারেন)
  • ​এর পর আপনি Amazon  Website এর সবথেকে নিচে কিছু অপশন পাবেন যার একটি হলো Become an Affiliates. ওখানে ক্লিক করুন।
  • ​এর পর একটা অনুমতি সম্বলিত ইন্টারফেস আসবে সেখানে Start এর মতো একটি অপশন থাকবে সেখানে ক্লিক করুন।
  • ​এরপর যা যা তথ্য চাইবে সন্দেহ না করে দিয়ে দিন।
  • ​সবথেকে যে বিষয়টি সবথেকে কঠিন তা হলো Tax information দেয়া। এক্ষেত্রে আপনি None US তথ্যগুলো দিতে পারেন।

তাহলেই আপনার account set up হয়ে যাবে।

এখন আাপনার সামনে একটি Amazon Associates programme এর View প্রদর্শিত হবে।সেখানে Home Button এ ক্লিক করুন।তাহলে একটি Search Bar আসবে। সেখানে আপনি যেকোনো Products Name দিয়ে Search Button এ ক্লিক করুন। তাহলে ঐবিষয়ে সবগুলো প্রডাক্ট চলে আসবে। প্রত্যেকটা প্রডাক্ট লিংকের ডান পাশে একটা Get Link নামের অপশন আছে। সেখানে ক্লিক করে Product টির affiliated link পেয়ে যাবেন যা আপনি যেকোনো Social Site যেমনঃ Facebook, Twitter হাবিজাবি যা আছে এর সবগুলোতে লিংকটি পোষ্ট করতে পারবেন। ঐ লিংকে কেউ যদি ক্লিক করে তাহলে আপনি Associate Dashboard থেকে সব জানতে পারবেন। আর যদি কেউ যদি ঐ লিংক ক্লিক করে Product কিনে নেয় তাহলেও আপনি এবিষয়ে সবকিছু জানতে পারবেন। আপনার ইনকামও দেখতে পারবেন। 

তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে ক্লিক করলেও আপনি Directly Amazon Affiliate Account Create করতে পারবেন।

বিঃদ্রঃ যদি আপনার Amazon Affiliates Account Create করতে কোনো সমস্যা হয় তাহলে কোনো সংকোচবোধ না করে এখানে Comment এর মাধ্যমে যানাবেন আমি সবসময় আপনার সাহায্যের জন্য প্রস্তুত থাকার চেষ্টা করবো.........